শততম টেস্টে ফেরার সম্ভবনা রয়েছে ইমরুলের!

২৭ শে ফেব্রুয়ারী শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দলও চূড়ান্ত করে ফেলেছে। সর্বশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস ও পেসার শফিউল ইসলাম।

গতকাল দল নির্বাচনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সাংবাদিকদের বলেন, “মূলত ফিটনেস ইস্যুতেই ইমরুল ও শফিউলকে বিবেচনা করা হয়নি,  ইমরুল নিউজিল্যান্ড সফরেই ইনজুরিতে পড়েছিল যা এখনো রিকভার করে উঠতে পারেনি। এখন আমরা তাকে বিসিএলের দুইটি রাউন্ডে খেলাব, যদি সে আশানুরুপ ফিটনেস ফিরে পায় তবে আমরা তাকে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভূক্ত করবো।

তিনি আরও বলেন, ইমরুল প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান, এমনিতেই সে সীমিত ওভারের জন্য আমাদের বিবেচনায় আছে। কিন্তু সবার আগে ইমরুলকে ফিটনেস ফিরে পেতে হবে।”

প্রধান নির্বাচকের কথায় দলে ফেরার আশা করতেই পারেন ইমরুল, এখন দলে ফিরতে হলে তাকে বিসিএলের ম্যাচ দুটিতে ফিটনেসের পাশাপাশি পারফরম্যান্সও ভালো করার বিকল্প নেই।

Leave a comment