জাবিতে ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ পালন

মিছিল-সমাবেশ এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 05:10 PM
Updated : 2 August 2015, 05:10 PM

ধর্ষণবিরোধী আন্দোলনের এক পর্যায়ে ১৯৯৯ সালের ২ অগাস্ট ছাত্রলীগের দুটি পক্ষ ‘খুনি ও ধর্ষক’ উভয়কে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করেছিল শিক্ষার্থীরা।

ওই আন্দোলনের নেতৃত্বদানকারী বামপন্থি সংগঠনগুলো তারপর থেকে দিনটিকে ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজলের নেতৃত্বে একটি মিছিল সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে মুরাদ চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করে ছাত্র ইউনিয়ন।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, “১৯৯৯ সালের ২ অগাস্ট তৎকালীন ক্ষমতাসীন ছাত্রলীগের ‘কিলার গ্রুপ’ ও ‘র‌্যাপিস্ট গ্রুপকে’ হল থেকে ও ক্যাম্পাস থেকে বিতাড়ণের মাধ্যমে জাহাঙ্গীরনগরের সে সময়ের শিক্ষার্থীরা সৃষ্টি করেছিলেন এক অবিস্মরণীয় কীর্তিগাথা। আজকের দিনেও আমরা যদি সমস্বরে আওয়াজ তুলতে পারি তাহলে অবশ্যই সমাজ থেকে খুনি-ধর্ষকদের বিতাড়ণ করা সম্ভব হবে।”