X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জামায়াত-শিবিরের সেই ক্যাডার জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় গ্রেফতার

রফিকুল ইসলাম, ফেনী
২৬ আগস্ট ২০১৬, ১৬:৫০আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৬:৫৭

পেয়ার আহমেদ আকাশ

জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র থেকে খোয়া যাওয়া একে-৪৭ রাইফেল মামলার দণ্ডিত আসামি ফেনীর জামায়াত- শিবির ক্যাডার পেয়ার আহমেদ আকাশকে গ্রেফতার করেছে মালয়েশিয়া গোয়েন্দা পুলিশ।

গত ১৯ আগস্ট মালয়েশিয়ার পুচং এর একটি বাসা থেকে  স্থানীয় সময় দুপুর ১২ দিকে পুলিশের হাতে গ্রেফতার হয় সে। বর্তমানে তাকে সেদেশের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে ।

এর আগে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুয়ালালামপুরের সিরি সার দাং থানা পুলিশের হাতে আকাশ গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে ।

পেয়ার আহমেদ আকাশ ফেনী শহরে জামায়াত পরিচালিত শাহীন একাডেমি স্কুল থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করে। ওই স্কুলে অধ্যয়নরত অবস্থায়  দুলাভাই জেলা জামায়াতের নায়েবে আমীর আবু ইউসুফের হাত ধরে শিবিরের রাজনীতিতে দীক্ষা নেয় আকাশ । পরবর্তীতে জামায়াত শিবির  ক্যাডার হিসাবে অবৈধ অস্ত্র ব্যবসায় সে জড়িয়ে পড়ে।  সে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের  বাসিন্দা।

সূএ জানায় , আলোচিত ১০ ট্রাক অস্ত্র থেকে খোয়া যাওয়া একে-৪৭ রাইফেল বিক্রি করার সময় ২০০৫ সালের ১৮ সেপ্টেম্বর ফেনীতে র‌্যাব পেয়ার আহমেদ আকাশসহ আরও ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে।

ফটিকছড়িতে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত শিবির ক্যাডার আজরাইল দেলোয়ারের কাছে আকাশ চারটি একে-৪৭ রাইফেল বিক্রি করেছিল। আজরাইল দেলোয়ার র‌্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার পূর্বে অস্ত্র ব্যবসায়ী আকাশের এসব অস্ত্রের তথ্য প্রকাশ করে। ওইসূত্র ধরে  র‌্যাব-আকাশকে গ্রেফতার করে ।

র‌্যাবের হাতে ধরাপড়ার পর বেহাত হওয়া অস্ত্রগুলো সর্ম্পকে ওই সময় রিমান্ডে আকাশ  জানায়, পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিনের জোগসাজসে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে  অস্ত্রগুলো  তিনি বিক্রি করে এবং  অস্ত্রের চালান সম্পর্কে পূর্ব থেকেই তার জানা ছিল।

গ্রেফতারের পর পেয়ার আহমেদ আকাশকে জোট সরকারের আমলে  দুলাভাই আবু ইউসুফের ক্ষমতার সুবাদে বেশিদিন হাজত বাস করতে হয়নি।জামিনে বের হয়ে আবারও অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে সে।

এক এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে আকাশ  পালিয়ে যায় মালয়েশিয়ায়। জামিন নেওয়ার পর হাজিরা না থাকায় পলাতক হিসেবে  তাকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  ইন্টারপোলের হুলিয়া মাথা নিয়ে পেয়ার আহমেদ আকাশ মালয়েশিয়ায় বসেও  ম্যানপাওয়ার সংক্রান্ত এজেন্টসহ বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়ে।

পেয়ার আহমেদ আকাশের ম্যানপাওয়ার এজেন্ট পার্টনার মো. ফজলুল আমীন জাভেদ মালয়েশিয়া থেকে মুঠো ফোনে বাংলাট্রিবিউনকে কাছে অভিযোগ করেন, ব্যবসায়িক কারণে গত বছর আকাশ  তাকে হত্যার হুমকি দেয় ।এই ব্যাপারে ওই দেশে মামলার পর মালয়েশিয়া পুলিশ তাকে গ্রেফতার করে । মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন মন্ত্রণালয় বিষয়টি জানলেও রহস্যজনক কারণে তারা নিরব ছিল। অথচ বাংলাদেশ সরকার পেয়ার আহমেদ আকাশকে গ্রেফতারের জন্য রেড এলার্ট জারি করেছিল। ইন্টারপোল মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সকল সংস্থাকে এবং দেশ-বিদেশে সব বিভাগকে অবহিত করে ।

তিনি অভিযোগ করেন, আকাশ মালয়েশিতে অবস্থান করে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং জঙ্গিদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে । এছাড়াও সে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাঁধাগ্রস্ত করতে মালয়েশিয়াতে সভা-সমাবেশ করছে। মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে অন্য দেশের মদদে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রম বাজারকে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক পেয়ার আহমেদ আকাশ (লাল শার্ট)

সূত্র জানায় , এ তথ্য পাওয়ার পর পেয়ার আহমেদ আকাশকে গ্রেফতারের জন্য রেড এলার্ট জারি এবং সকল তথ্য দিয়ে ইন্টারপোলের মাধ্যমে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাকে গ্রেফতার করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তাছাড়াও আকাশের ছবি ও বিস্তারিত তথ্য দিয়ে ইন্টারপোল মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সকল সংস্থাকে এবং দেশ-বিদেশে সকল ডিপার্টমেন্টকে অবহিত করে অতি দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেয়।

অন্য একটি সূএে জানায়, বিতর্কিত এই পেয়ার আহমেদ আকাশের মালিকানায় কুয়ালালামপুরে রসনা বিলাস নামে একটি  হোটেল রয়েছে । এটিকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে আকাশ যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করতে মালয়েশিয়াতে সভা-সমাবেশ করে।  ২০১৫ সালের ১৯ এপ্রিল জামায়াতপন্থী রিয়েল এস্টেট  ব্যবসায়ীর মালিকানাধীন কোম্পানি মিশন গ্রুপের সৌজন্যে মালয়েশিয়ায় এক সভায়  প্রধান অতিথি হিসাবে আকাশ উপস্থিত ছিল।

একটি ইন্টারন্যাশনাল এনজিও কনফারেন্সে যোগ দিতে ৯ জুলাই মালয়েশিয়া আসেন  ফেনী-১ আসনের সাংসদ জাসদের সাধারণ শিরিন আক্তার। ১০ জুলাই কুয়ালালামপুরের আকাশের  রসনা বিলাস রেস্টুরেন্ট বাংলাদেশি কমিউনিটি নেতা পরিচয় দিয়ে শিরিন আক্তারের সঙ্গে মতবিনিময় করে সে । এছাড়া, মালয়েশিয়া হাইকমিশনের সঙ্গে প্রবাসী কমিউনিটি নেতা পরিচয়ে বিভিন্ন সময় মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেয় আকাশ। সূএ মতে, ওই সব অনুষ্ঠানের আয়োজন ও যোগদানের উদ্দেশ্য ছিল তার জঙ্গি কার‌্যক্রম ও অপকর্মকে আড়ালে রাখা । মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটি প্রেসক্লাবের সাইনবোর্ডের আড়ালেও আকাশ তার অনুগত সঙ্গী জহিরুল ইসলাম হিরন, মোহাম্মদ মহিউদ্দিন,  সালেহ আহমেদ সাগর, শাহনুর ,  মমিনুল হক,  জিয়া উদ্দিন মাহমুদ, মোহাম্মদ আখতার হোসেনসহ অনেককে আড়ালে রাখার চেষ্টা করছে বলে মালয়েশিয়া প্রবাসী ফেনীর নাগরিকদের অভিযোগে জানা গেছে ।  

তবে জেলা জামায়াতে নায়েবে আমীর আবু ইউসুফ দাবী করেন , দীর্ঘদিন আকাশের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই এবং  গ্রেফতার সর্ম্পকেও তার কিছু জানা নেই ।

ফেনীর পুলিশ সুপার রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এই বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনও তথ্য তার কাছে চাওয়া হয়নি । 

প্রসঙ্গে , ২০০৪ সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলীর তীরে সার কারখানার জেটিতে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদের চালান ধরা পড়ে। ওই অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত আমীর সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও এনএসআইর দুই প্রধানসহ অন্যদের শাস্তিও হয় । অথচ ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বেহাত হওয়া অস্ত্রের বিপুল পরিমাণ একে ৪৭ রাইফেলসহ বেচাবিক্রিতে হাতেনাতে ধরা পড়া পেয়ার আহমেদ আকাশ দণ্ডিত হয়ে বছরের পর বছর মালয়েশিয়ায় বসে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করতে সভা-সমাবেশ করছে । মামলা পরিচালনার জন্য প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।

 /এমএসএম/

আরও পড়ুন:
জঙ্গি হামলায় যারা ধরা পড়ছে, তারা জামায়াতের কথা বলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ