X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নোয়াখালীর সেই ইমামের হাতে ছিল ইসলামী আন্দোলনের প্রচারপত্র

রনজিত চন্দ্র কুরী, নোয়াখালী
২৪ জুলাই ২০১৬, ২৩:৩৫আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০২:১৩

জুমার নামাজে ইসলামিক ফাউন্ডেশন নির্দেশিত খুতবা যথাযথভাবে পাঠ না করে, এর পরিবর্তে ‘উদ্দেশ্যমূলক বক্তব্য’ রাখার অভিযোগে কবিরহাট থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বানদত্ত বাজার জামে মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন। তার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের হয়নি। সুধারাম মডেল থানায় জুন মাসে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে এই ইমামকে জেলহাজতে পাঠানো হয়েছে।  

সুধারাম ও কবিরহাট থানায় যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সুধারাম থানা সূত্র জানিয়েছে, সরকার অনুমতি দিলে ইমাম বেলাল হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও হতে পারে।  

নোয়াখালীতে অভিযুক্ত ইমাম বেলাল হোসেন

এদিকে, রবিবার ওই মসজিদ সরেজমিন পরিদর্শন করে এবং মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানা গেছে, ইমাম বেলাল হোসেন বানদত্ত বাজার জামে মসজিদে শুধু জুমার নামাজ পড়ান। মাস ছয়েক আগে তিনি ওই মসজিদে জুমার ইমাম হিসেবে নিয়োগ পান। গত জুন মাসে রোজার পুরোটা সময় তিনি পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলার একটি মসজিদে তারাবির নামাজ পড়িয়েছিলেন। তখনও জুমার নামাজ পড়াতে এ মসজিদে এসেছিলেন ইমাম বেলাল হোসেন।

শুক্রবার (২২ জুলাই) জুমার নামাজের সময় তিনি সরকার নির্দেশিত খুতবাটি দায়সারাভাবে পাঠ করেন। খুতবা পাঠকালে তার হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের প্রচারপত্র ছিল। ‘জেগে ওঠো দেশবাসী’ নামে ওই প্রচারপত্রটি থেকে তিনি কিছু অংশ পাঠ করে সরকারবিরোধী বক্তব্য দেন। এসময় মুসল্লিরা তাকে বাধা দিলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আগে কোনও মামলা ছিল কিনা তা জানতো না মসজিদ কমিটি।

  বানদত্ত জামে মসজিদ

বানদত্ত বাজার জামে মসজিদ কমিটির সভাপতি ও বানদত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. অলি উল্ল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭৬ বছরের পুরানো মসজিদে এ ধরনের ঘটনা এই প্রথম। আমি সভাপতির দায়িত্ব পালন করছি বছর দুয়েক। এর আগে কখনও এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি।’

ওই দিনের ঘটনা সম্পর্কে মসজিদ কমিটির সভাপতি বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের খুতবা বিশ্লেষণ না করে হাতে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ‘জেগে ওঠো দেশবাসী’ লেখা একটি প্রচারপত্র থেকে ইমাম বেলাল হোসেন অসঙ্গতিপূর্ণ বয়ান করতে থাকেন। এ সময় মসজিদের ভেতরে মুসল্লিদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে ইমামকে কোরআন সুন্নার আলোকে বয়ান দিতে বললে ইমাম আমাকে উল্টো ধমক দিয়ে বলে ‘আপনি বসেন’।’

অলি উল্ল্যাহ জানান,‘নামাজের আগে বয়ানের সময়ে মুসল্লিদের উদ্দেশে ইমাম বেলাল হোসেন বলেন ‘বর্তমান সরকারকে কে চাল্লাচ্ছে? ইহুদি না মুসলমান?’ এ সময়ে মুসুল্লিরা জবাবে বলেন ‘মুসলমানরা’। কিন্তু, ইমাম এর বিরোধিতা করে বলেন, ‘না, দেশ চালাচ্ছে ইহুদিরা’। পরে তিনি মুসল্লিদের হাতে শিক্ষানীতিবিরোধী একটি ফরম স্বাক্ষর করার জন্য তুলে দেন এবং বলেন, ‘এই কাগজে যারা স্বাক্ষর করবেন, তারা মুসলমান। আর যারা স্বাক্ষর করবেন না, তারা ইহুদি, নাস্তিক।’

‘তার এ কথায় মসজিদের ভেতরে আরও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় সাবেক মেম্বার ছায়েদুল হক স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে, তাকেও তিনি ধমক দিয়ে চুপ থাকতে বলেন। এরপর মসজিদ কমিটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে একইভাবে নাজেহাল করলে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন রুমির সহযোগিতায় কবিরহাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে,’ বলেন তিনি।

পরে মুসুল্লিরা পেশ ইমাম বেলাল হোসেনকে সরিয়ে দিয়ে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তাজিম উদ্দিনের পেছনে জুমার নামাজ আদায় করেন। তাজিম উদ্দিন দীর্ঘ পাঁচ বছর যাবত এ মসজিদে পাঞ্জেগানা (পাঁচ ওয়াক্ত) নামাজ পড়ান। তাজিম একই উপজেলার বড় রামদেবপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। আগামী জুমার নামাজও তাজিম উদ্দিন পড়াবেন বলে আশা করছেন মসজিদ কমিটির সভাপতি।

মসজিদ কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. নজির আহম্মেদ জানান, ‘ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবা পাঠানো হয়েছে, ইমাম সাহেব তা দায়সারা গোছে বয়ান করেছেন। এরপর তার হাতে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটি সংগঠনের ‘জেগে ওঠো দেশবাসী’ নামক একটি কাগজ থেকে বয়ান করে  তিনি বলেন, ‘মুসলিম কবিদের বাদ দিয়ে হিন্দু  নাস্তিক কবিদের কবিতা বিদ্যালয়ের পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করেছে সরকার। নজরুলকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ আর বাদশা আকবরের ইতিহাস বাদ দিয়ে রামায়ণ পড়াচ্ছে। এ দেশকে হিন্দু রাষ্ট্র বানানোর পাঁয়তারা করে চলেছে সরকার।’

বেলালকে ইমাম হিসেবে নিয়োগের প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি জানান, মাওলানা মান্নান নামে এক ইমাম দীর্ঘ ৬/৭ বছর যাবত এই মসজিদে ইমামতি করতেন। তিনি অসুস্থতার কারণে আর ইমামতি করতে না পারায় তার ছোট ভাই ছলিম উদ্দিন ইমামতি করেন। কিন্তু, ছলিম উদ্দিনও চাকরিজনিত কারণে সময় দিতে না পারায় ধন্যপুর জামিয়া মিফতাহুল মাদ্রাসার ছাত্র বেলাল হোসেনকে পেশ ইমাম হিসেবে জুম্মার দিনে নামাজ পড়ানোর জন্য ৬ মাস আগে নিয়োগ দেওয়া হয়।

সুন্দলপুর ইউপি চেয়ারম্যান নুরুল আমিন রুমি জানান, জুমার নামাজের সময় ইমাম বেলাল হোসেন ইসলাম ও সরকারবিরোধী বক্তব্যে দিলে মুসল্লিরা প্রতিবাদ করে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে মসজিদের মধ্যে ঘেরাও করে কবিরহাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর এলাকার সাধারণ মানুষও বিক্ষুদ্ধ হয়ে ওঠে। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।

  নোয়াখালীর ধন্যপুর জামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসা

আটক ইমামের ব্যাপারে জানতে ধন্যপুর জামিয়া মিফতাহুল উলূম মাদ্রাসায় সরেজমিনে গেলে সেখানকার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা মোশারেফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বেলাল হোসেন আলিম ২য় বর্ষের ছাত্র। রমজান মাসে বেলাল হোসেনের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন, বেলাল হোসেন রমজান মাসে ফেনী সোনাগাজী পূর্ব সুলতানপুর মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন।

মাদ্রাসাটির সম্পর্কে তিনি জানান, ২০০১ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো অনুদানে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা বর্তমানে দেশি-বিদেশি অনুদানে চলছে। আবাসিক অনাবাসিক মিলিয়ে ছাত্র সংখ্যা প্রায় ৬শ’।এখানে নিয়মিত খাওয়া দাওয়া করে প্রায় ৪শ’ ছাত্র।

মসজিদ এবং মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, আটককৃত ইমামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চরকলমী গ্রামে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গতকাল বেলাল হোসেনকে সুধারাম মডেল থানায় নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২২ জুলাই নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বানদত্ত বাজার জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বয়ানের সময় রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় মসজিদের পেশ ইমাম হাফেজ বেলাল হোসেনকে (২২) স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 /টিএন/

আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ সন্দেহভাজন জঙ্গি এখন কোথায়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা