X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অনুমোদনহীন ‘গো ব্রডব্যান্ড’ চালুর দায়ে জরিমানা হচ্ছে গ্রামীণফোনের

হিটলার এ. হালিম
২৬ অক্টোবর ২০১৬, ১৮:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১১:০৫

মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনকে জরিমানা করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।  অনুমোদন না নিয়েই ‘গো ব্রডব্যান্ড’ চালুর দায়ে গ্রামীণফোনকে এই জরিমানা করতে যাচ্ছে কমিশন।

গ্রামীণফোন বুধবার সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘গ্রামীণফোনকে জরিমানা করা হবে। তবে এখনও টাকার পরিমাণ নির্ধারিত হয়নি।’ তিনি বলেন, ‘‘অনুমোদনহীনভাবে গ্রামীণফোনের ‘গো ব্রডব্যান্ড’ সেবা চালু এবং এই বিষয়ে অভিযোগ আসা এবং তদন্তে তা প্রমাণিত হওয়ায় অপারেটরটিকে জরিমানা গুনতে হবে।’’

গ্রামীণফোনের সঙ্গে তাদের ‘গো ব্রডব্যান্ড’ সেবায় পার্টনার প্রতিষ্ঠান ছিল এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস।

জানা গেছে, বুধবার বিটিআরসির কমিশন বৈঠকে গ্রামীণফোনের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে এবং এই সেবার পার্টনার প্রতিষ্ঠান এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমসকে সতর্ক করে দেওয়া হবে অল্প টাকা জরিমানা করে। তবে গ্রামীণফোনের জরিমানার অংক কয়েক কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

গ্রামীণফোনের এই অনিয়মের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি বিটিআরসিতে অভিযোগ জানায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। গত ৩০ মার্চ বিটিআরসি এ বিষয়ে ব্যাখ্যা দিতে ১৩ এপ্রিল পর্যন্ত সময় দেয় গ্রামীণফোনকে। কমিশন ওই চিঠিতে গ্রামীণফোনের কাছে ৬টি বিষয়ে ব্যাখ্যা জানতে চায়।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিই অভিযোগ করেছিলাম বিটিআরসিতে। এখন অভিযোগের ফল পেতে যাচ্ছি। কমিশন এই খাতে সুষ্ঠু প্রতিযোগিতা ফিরিয়ে আনবে এই সিদ্ধান্ত নিয়েছে। যাদের কাছে অভিযোগ করেছিলাম, তাদের প্রতি এই খাতের সবার আস্থা ফিরে আসবে।’ টেলিযোগাযোগ খাতে যে অনিয়মগুলো রয়েছে, তা বিটিআরসির এই সিদ্ধান্তের ফলে কমে আসবে বলে তিনি মন্তব্য করেন। তিনি তার অভিযোগের বিষয়ে বলেন, কমিশন যে ৬টি পয়েন্টের ব্যাখ্যা চেয়েছিল, তা পর্যালোচনা করলে দেখা যাবে, সেখানে কয়েকটি বিষয়ের অনিয়মের কারণে প্রশ্ন করা হয়েছে। বিটিআরসির অনুমোদন থাকলে কমিশন ওইসব বিষয়ে প্রশ্ন করত না।  আমিনুল হাকিম আরও জানান, ‘বিটিআরসি গ্রামীণফোনের ৫টি অনিয়মের কথা বলেছিল।’
প্রসঙ্গত, বিটিআরসির অনুমোদন না নিয়েই গ্রামীণফোন চালু করে ব্রডব্যান্ড ভিত্তিক ইন্টারনেট সেবা ‘গো’। এতে গ্রামীণফোনের সঙ্গী হয় এডিএন টেলিকম ও অগ্নি সিস্টেমস। গ্রামীণফোন এই সেবা দিচ্ছিল সোনালী ব্যাংককে। আইএসপিএবি অভিযোগ জানালে আইন না মেনে সোনালী ব্যাংককে এই ধরনের সেবা দেওয়ায় গ্রামীণফোনকে কেন আর্থিক জরিমানা করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


গত ১৩ জুন বিটিআরসির কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়, সোনালী ব্যাংক গ্রামীণফোনের কাছ থেকে গো ব্রডব্যান্ড সেবা নিতে পারবে না। সোনালী ব্যাংকের ৫১১টি শাখায় অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতো গো ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে।

আরও পড়ুন: ই-কমার্স খাতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রয়োজন: তারানা

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা